মাইক্রো ব্যাংকিং ই আর পি একটি পূর্ণাঙ্গ সলিউশন। এই সলিউশন এ সদস্য এপ্রোজাল থেকে শুরু করে সঞ্চয় ও ঋণের কিস্তি জমার নোটিফিকেশনসহ সকল সুবিধা একসাথে পাওয়া যায়। এর ই-পাশ বুক ব্যবহারের ফলে ট্যাব বা স্মার্ট ফোনের মাধ্যমে কালকেকশন করা যায় এবং মেম্বারগণ সঞ্চয় বা লোনের কিস্তি জমা দেয়ার সাথে সাথেই মোবাইলে এস এম এস নোটিফিকেশন পেয়ে যায়।